প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে অবৈধ ভারতীয় ৭৫ বস্তা চিনি সহ শংকর রায় নামক এক চোরাকারবারীকে গ্রেপ্তার করা সহ এই চিনি বহনকারী পিক-আপ ভ্যান গাড়ী আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই জিয়া উদ্দিন সহ একদল পুলিশ ৩ রা জুলাই রোজ সোমবার দিবাগত রাত প্রায় ১০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকার তালুকদার কলোনীর সামনের রাস্তার উপর থেকে অবৈধ ভারতীয় ৭৫ বস্তা চিনি ভর্তি পিক-আপ ভ্যান গাড়ী আটক সহ হবিগঞ্জ জেলার খাগাউড়া গ্রাম নিবাসী ধীরেন্দ্র লাল রায় এর ছেলে, বর্তমানে জগন্নাথপুর গ্রামে বসবাসকারী জগন্নাথপুর বাজারস্থ স্বপ্ন ভেরাইটিজ স্টোরের মালিক চোরাকারবারী শংকর রায়(৪৭)কে গ্রেপ্তার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আরেক ব্যাক্তি পালিয়ে গেছে। এসময় আটককৃত আসামীর হেফাজতে থাকা পিকআপ ভ্যানটি তল্লাশি করে ৪ লাখ ৫০ হাজার টাকা সমপরিমাণ মূল্যের প্রতি বস্তায় ৫০ কেজি করে ৭৫ বস্তায় মোট ৩ হাজার৭ শত ৫০ কেজি ভারতীয় চিনি পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত আসামী শংকর রায় (৪৭) ও পলাতক আসামী চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখাার অপরাধে তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে ৪ ঠা জুলাই রোজ মঙ্গলবার পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
US BANGLA BARTA is proudly powered by WordPress