বাকের নির্বাচন ২৮শে জুন, মনোনয়ন দাখিল সম্পন্ন, ১৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৫

বাকের নির্বাচন ২৮শে জুন, মনোনয়ন দাখিল সম্পন্ন, ১৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নিজস্ব প্রতিনিধিঃ

পুর্ব নির্ধারিত ঘোষনা অনুযায়ী অনেক জল্পনা কল্পনার পর গত ১১ই জুন বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর নির্বাচনের নমিনেশন জমা নেয়া হয়েছে । সেটা ছিল কানেকটিকাট স্টেটের মেরিডেন শহরের রুটিবুটি রেষ্টুরেন্টে। 

অত‍্যন্ত আনন্দ গন পরিবেশ বাকের এবারের ইলেকশনের নমিনেশন জমা নেয়া হয়েছে। এবারে ইলেকশনে  প্রধান ইলেকশন কমিশনার জনাব সুজা খানের নেতৃত্বে সহকারী কমিশনার জনাব আবু গাফার এম হোসেন, জনাব আসিফ ইকবাল, জনাব হাসান খালেদ দিপ এবং জনাব এম এ আজিজের উপস্তিতে একটি ১৭ জনের প‍্যানেল নমিনেশন জমা পড়েছে। এতে যারা নমিনেশন জমা দিয়েছেন তাঁরা হলেন তারেকুল আম্বিয়া -সভাপতি ,হুমায়ুন আমেদ চৌধুরী -সিনিয়র সহ-সভাপতি, ফরিদ চৌধুরী তারেক- সহ-সভাপতি, একে এম মিসবাহ উদ্দিন -সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান -যুগ্ম সাধারন সম্পাদক, ইব্রাহীম মোহাম্মদ সাঈদ – সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ রহমান রাজু – কোষাধ্যক্ষ, সাব্বির আহমদ রণি- সাংস্কৃতিক সম্পাদক, কেনেট এসেনসন- সহ সাংস্কৃতিক সম্পাদক, আরিফুর রহমান- গণ সংযোগ সম্পাদক, মোহাম্মদ জসিম উদ্দিন – ক্রীড়া সম্পাদক, লিকন ভূঁইয়া- সহ ক্রীড়া সম্পাদক, মোহাম্মদ জমসেদ  উদ্দিন- ছাত্র বিষয়ক সম্পাদক, রওনক আফরোজ- মহিলা সম্পাদক এবং সদস্য পদে ৩জন যথাক্রমে হাবিবুর রহমান, রেশমা আক্তার এবং মোহাম্মদ মাহফুজুর রহমান। শুধু সভাপতি পদে আরো একজন নমিনেশন জমা দিয়েছেন উনি হলেন এনামুল আম্বিয়া।

আগামী ১৪ ই জুন নমিনেশন প্রত্যাহার করার শেষ দিন। যদি সভাপতি কোন প্রার্থী নমিনেশন প্রত্যাহার না করেন তবে আগামী ২৮শে জুন শুধু সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং বাকী ১৬টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হবে। 

এ সংক্রান্ত আরও সংবাদ