প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৮৫) চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সাদিপুর গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক(৮৫) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগশোকে ভুগছিলেন। আজ ২৩শে ফেব্রুয়ারী রোজ রবিবার সকাল ৬ টা ৪০ মিনিটের সময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে -মেয়ে ও আত্বীয়-স্বজন দেশবিদেশে অবস্থানরত অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবার সুত্রে জানা গেছে, মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক এর নিতরদেহ বর্তমানে নিজ বাড়ীতে রয়েছে। মরহুম এর নামাজে জানাজার সময়সূচি পরবর্তী জানানো হবে।
US BANGLA BARTA is proudly powered by WordPress