প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩
*আমরা কেবল মানব সন্তান*
–মাওলানা মুফতি মোঃ আবু সাঈদ সৈয়দ
বানর থেকে জন্ম যাদের
তাদের বাবাই বানর,
আমরা কেবল মানব সন্তান
এই কথাতেই অনড়।
আদি পিতা আদম নবী
হাওয়া হলেন মা,
পূর্ব পুরুষ তারাই কেবল
অন্য কেহ না।
তোমার বাবা হয়তো কুকুর
শুওর নাহয় বানর,
আমার বাবা আদম নবী
আমি পাক্কা অনড়।
কুরআন হাদীস প্রমাণ করে
মহান রবের বাণী,
বনি আদম সবার চেয়ে
অনেক বেশী দামী।
তোমরা নাপাক তোমরা ইতর
কুকুর বানর বাপ,
তোমরাই পড়ো তোমাদের বই
আমাদের করো মাপ।
US BANGLA BARTA is proudly powered by WordPress