প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫
” লোকের কথা “
কবি-জামান কায়েছ
নানান লোকের নানান কথা
আসে আমার কানে;
এই যে আমি কেমন মানুষ,
ক’জনা তা জানে?
কেউ আমাকে বোকা বলে,
কেউ বলে মাতাল;
কেউ বা আবার রঙ্গ করে
বলে, ‘ভীষণ ঝাল!’
কেউ বলে ও মিষ্টভাষী,
কেউ বলে পাকা;
কেউ বা বলে – সে কাউকে
দেবে না ধোঁকা!
কেউ বলে সে অহংকারী,
কেউ বলে, তার সিলেট বাড়ি;
কেউ বলে খুব ক্ষিপ্ত হয়ে
আমার সাথে দেবে আড়ি!
কেউ বলে সে লিখে ভালো,
কেউ বলে, ‘দূর ছাই!’
আমি বলি, বাদ দেন সব,
আমরা ভাই-ভাই।
লোকের কথায় কী আসে যায়,
ভালো থাকাই মূল;
প্রেম আর ভালোবাসা ছাড়া
জীবনটাই ভুল।
কবি
© জামান কায়েছ । ৩০.০৯.২০২৫ ইং, যুক্তরাজ্য
US BANGLA BARTA is proudly powered by WordPress