জগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান এগিয়ে

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২

জগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান এগিয়ে

 

মোঃ মুকিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে  প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন হবে। প্রথমার্ধে প্রার্থীদের দৌড়ঝাপ কম থাকলেও দিন যত ঘনিয়ে আসছে ভোটারদের দাড়ে প্রার্থীদের দৌড়ঝাপ বৃদ্ধি পাচ্ছে। বিজয় নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠৈছে আওয়ামিলীগ। নির্বাচনী মাঠে ঝাপিয়ে পড়েছেন প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকরা। সুদুর প্রবাসে থেকেও চলছে পচন্দের প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারনা। তবে নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন। এছাড়া জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন  (নৌকা) সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব আতাউর রহমান (মোটরসাইকেল) আওয়ামিলীগের বিদ্রোহী (স্বতন্ত্র)  প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ (আনারস) জমিয়তে উলামায়ে ইসলামের সৈয়দ তালহা আলম (খেজুরগাছ) জাতীয় পার্টির যুক্তরাজ্য প্রবাসী আব্বাস চৌধুরী (ঘোড়া) প্রতীকে  প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার ২৯ অক্টোবর জনমত জরীপে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে  সরজমিন ঘুরে  দলীয় নেতাকর্মী ও একাধিক ভোটারদের সাথে আলাপকালে জানাযায়, বিএনপির প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান (মোটর সাইকেল) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। এদিকে আওয়ামীলীগের দুই প্রার্থী আলহাজ্ব আকমল হোসেন এবং যদিও স্বতন্ত্র প্রার্থী কিন্তু জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের একটি পদে দায়িত্বে আছেন মুক্তাদির আহমদ (আনারস) প্রতীক এর নামও এলাকায় শোনা যাচ্ছে।

অধিকাংশ ভোটার  তাদের অভিপ্রায় ব্যক্ত করে বলেন, সেয়ানে সেয়ানে লড়াই হবে। কারণ উপজেলা আওয়ামিলীগের সভাপতি আকমল হোসন (নৌকা), একই দলের স্বতন্ত্র প্রার্থী মুক্তাদির আহমদ এই দুইজনের ভোট ভাগাভাগিতে এগিয়ে রয়েছেন বিএনপির আতাউর রহমান। এই তিন ব্যক্তিই উপজেলা পরিষদের চেয়ারে বসেছেন। জমিয়তের সৈয়দ তালহা আলম এবছর প্রথম এসেছেন তাহার পরিচিতিও কম তিনির জন্য ভাল হতো ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করলে। তারা আরও জানান, আওয়ামীলীগের দুই জন ও বিএনপির একজন তিনজনই হেভিওয়েট প্রার্থী। তবে এপর্যন্ত এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী আতাউর রহমান এগিয়ে রয়েছেন।

সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আকমল হোসেন  দাবি করেন উপজেলার বিভিন্ন  এলাকায় বেশ উন্নয়ন করেছি, তাই জনগণ আমাকে নির্বাচিত করবেন। বিএনপির প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান বলেন, সুষ্ঠু ভাবে নির্বাচন হলে আমি জয়যুক্ত হবো বলে আশা করছি। আওয়ামিলীগের (স্বতন্ত্র) প্রার্থী মুক্তাদির আহমদ বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, এলাকায় তার ব্যাপক জনসমর্থন রয়েছে।

এদিকে জমিয়তে উলামায়ে ইসলামের সৈয়দ তালহা আলম প্রথম বারের মতো প্রতিদ্বন্ধিতা করছেন ও যুক্তরাজ্য প্রবাসী আব্বাস চৌধুরী বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে প্রচার প্রচারনায় পিছিয়ে নেই ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত নারী সদ্যস্যরা। ভাইস চেয়ারম্যান পদে সরকার দলীয় চার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর (তালা), যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তুহেল মিয়া  (টিউবওয়েল), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক) ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ  (চশমা), ও বিএনপির যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন লাকি (টিয়া পাখি), পাঁচ প্রার্থীর প্রতিদ্বন্ধিতার মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর (তালা), প্রতীকের সুর শুনা গেলেও বিএনপির একক প্রার্থী আব্দুল মতিন লাকি (টিয়াপাখি) প্রতীকের সুরও শুনা যাচ্ছে। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেত্রী সুফিয়া খানম সাথী (ফুটবল) রিনা বেগম (কলস), ও সেলিনা বেগম (হাঁস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থীর উর্ধে রয়েছেন সুফিয়া খানম সাথী (ফুটবল) নিয়ে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান  জানান, নির্বাচন কমিশন অবাধ শুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। উপজেলায় এক লাখ ৯০ হাজার ৩৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩২৩ জন ও নারী ভোটার ৯৩ হাজার ৭১৬ জন। ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে জগন্নাথপুর উপজেলা গঠিত। ৮৯ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন হবে। আগামী ২ নভেম্বর ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ