জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২২

জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

হুমায়ূন কবীর ফরীদি ##

বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

“খেলাফত প্রতিষ্ঠার লক্ষে গণ-আন্দোলন গড়ে তুলুন ” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা  বাংলাদেশ খেলাফত মজলিস এর আয়োজনে ২৮ শে অক্টোবর রোজ শুক্রবার বাদ জুম্মা জগন্নাথপুর পৌর সভার হাসপাতাল পয়েন্টস্থ হামজা কমিউনিটি সেন্টারে জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিস এর সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহীন এর সভাপতিত্বে ও উপজেলা সাধারন সম্পাদক মাওলানা সাঈফুর রহমান সাজাওয়ার ও সহ-সাধারন সম্পাদক মাওলানা তারেক আহমদ এর যৌথ পরিচালনায় উপজেলার তৃনমুল নেতা কর্মীদের উপস্থিতিতে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ খেলাফত মজলিস এর সভাপতি মুফতী মাওলানা আজিজুল হক।

বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিস এর সহ-সভাপতি মাওলানা দিলোয়ার হোসাইন,বাংলাদেশ খেলাফত মজ‌লিস সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম,  সহ সভাপ‌তি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা ছমির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা আবিদুর রহমান, মুফতি আকমল হোসাইন, সাবেক সহ-সভাপতি মাওলানা সৈয়দ তহুর আহমদ তৈফুর, জগন্নাথপুর পৌর শাখার সভাপতি মাওলানা আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ১নং কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ মাওলানা মাহফুজুল আলম শামরান, ২নং পাটলী ইউনিয়নের সভাপতি মাওলানা শামসুল হক, ৩ নং মীরপুর ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল হান্নান, ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সভাপতি উমর ফারুক, ৬নং রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি মাওলানা আঙ্গুর আলী, ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, ৮নং আশারকান্দি ইউনিয়ন সভাপতি ক্বারী নজরুল ইসলাম, ৯নং পাইলগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা নুরুজ্জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা আহবায়ক মাওলানা হাফিজ মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ বায়তুলমাল সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ফেদাউল হক, সহকারী প্রচার সম্পাদক মাওলানা কবির আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক,  মাওলানা শরীফ আহমদ, মাওলানা মাছরুর আহমদ খান খসরু, মোঃ শামসুল ইসলাম, মাওলানা আব্দুল কদ্দুস, মাওলানা রিয়াজ উদ্দিন রাজি, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর পৌর শাখা নেতা মুফতী শাহ আজিজুল করিম, সাবেক সাধারন সম্পাদক  মাওলানা নুরুল হক,  মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা আবু তাহের ও মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালিন প্রমূখ।

এসময় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে তৃনমুল পর্যায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাগত উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস এর নেতাকর্মী ও সমর্থক বৃন্দ কোনো চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মাঠে কাজ না করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এবং খেলাফত মজলিস এর মহাসচিব  কারাবন্দী মুফতী মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী সকল নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ