জগন্নাথপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র গণসংযোগ করছেন

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২

জগন্নাথপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র গণসংযোগ করছেন

 

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জয়দীপ সুত্র বীরেন্দ্র (তালা মার্কা)  গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

আর মাত্র কয়েক দিন বাকী। চলতি সনের আগামী ২ রা নভেম্বর ইভিএম এর মাধ্যমে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রাম নিবাসী জয়দীপ সুত্র ধর বীরেন্দ্র ( তালা মার্কা ) কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রতিনিয়ত নির্বাচনী এলাকায় গণসংযোগ করে জনসাধারণের সাথে কোশল বিনিময় করে সর্ব-সাধারণের দোয়া, ভালোবাসা, সার্বিক সহযোগিতা চাওয়ার পাশা-পাশি তাঁর নির্বাচনী প্রতীক তালা মার্কায় ভোট প্রার্থনা করছেন। এরই ধারাবাহিকতায় আজ ২৫ শে অক্টোবর রোজ মঙ্গলবার  উপজেলার কলকলিয়া বাজার সহ বিভিন্ন এলাকায় জনসাধারণের  সাথে মতবিনিময় করে সকলের দোয়া, ভালোবাসা, সার্বিক সহযোগিতা ও তাঁর নির্বাচনী প্রতীক তালা মার্কায় ভোট প্রার্থনা করেছেন। এছাড়াও নির্বাচনী এলাকায় অবিরাম গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা শাখা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ কুতুব উদ্দিন,  সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মুজিবুর রহমান মুজিব, আওয়ামী লীগ নেতা মোঃ শায়েস্তা মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিভাস দে, জগন্নাথপুর উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মুখছুদুল হক, প্রচার সম্পাদক মোঃ আক্তার হোসেন,  কলকলিয়া ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাদেশ দেবনাথ, দেবাশীষ তালুকদার, ও যুবনেতা লিটন দাস সহ আরো অনেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ