বাস মালিকদের দিয়ে গণপরিবহন বন্ধ করেছে সরকার -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২২

বাস মালিকদের দিয়ে গণপরিবহন বন্ধ করেছে সরকার -মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

খুলনায় বিএনপির সমাবেশ যাতে সফল না হয় সেজন্য সরকার বাস মালিকদের দিয়ে গণপরিবহন বন্ধ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার বাধা দিচ্ছে যাতে তারা বলতে পারে বিএনপির সমাবেশ বড় হয়নি। গতকাল বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ ছাড়া নয়াপল্টনে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের দেশ শাসনের কোনো অধিকার নেই, তারা সব ক্ষেত্রে ব্যর্থ।

বিএনপি নেতাকর্মীদের নির্যাতন, মিথ্যা মামলা, গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয়। দুপুর ২টার আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন ঢাকা মহানগরীর থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় এই এলাকায় মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ। এতে মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।

তা না হলে দেশের জনগণ জানে সরকারকে কীভাবে সরাতে হয়। মিথ্যা মামলা ও গুলি করে মানুষ হত্যা বন্ধ করুন। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য জনগণের নাগালের বাইরে। সরকার এত ঘাবড়ে গেছে যে, এখন প্রজাতন্ত্রের কর্মকর্তাদের চাকরি থেকে বিদায় দেওয়া শুরু করেছে। সরকার ক্ষমতা হারানোর ভয়ে আছে। সরকার মানুষের টাকা নিয়ে বিদেশে পাচার করছে। বিদ্যুতের লোডশেডিংয়ে দেশের কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম।

 

 

তিনি বলেন, যেখানেই বাধা সেখানেই সমাবেশ। ১০ ডিসেম্বর ঢাকা হবে সমাবেশের শহর। কত বাধা দেবেন? এই সরকারের দিন শেষ, খেলা শুরু হয়ে গেছে। আর আওয়ামী লীগ হাবুডুবু খাচ্ছে। আওয়ামী লীগ লেজ গুটিয়ে দৌড় দিছে। তাদের এখন তারেক রহমান রোগে পাইছে। দেশের আসন্ন দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবদিন ফারুক প্রমুখ।

‘সরকারকে সরাতে না পারলে দেশের অস্তিত্ব থাকবে না’ :মির্জা ফখরুল বলেন, এই সরকারকে সরাতে না পারলে দেশের অস্তিত্ব থাকবে না। সরকার হটাতে সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ‘মৃত্যুকূপে ধাবমান বাংলাদেশ’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চলমান আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে এই পুস্তিকা প্রকাশ করে জিয়া পরিষদ।

সুত্রঃ সমকাল

এ সংক্রান্ত আরও সংবাদ