প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২
স্টাফ রিপোর্টারঃঃ
সুনামগঞ্জের মুক্ত জলাশয়ে মৎস্যের উৎপাদন বৃদ্ধি বিষয়ে হাওরে মৎস্য চাষ ব্যবস্থাপনার সাথে জড়িত ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হাওর কন্যা খ্যাত সুনামগঞ্জ জেলার মুক্ত জলাশয়ে মৎস্যের উৎপাদন বৃদ্ধি বিষয়ে ১৬ জানুয়ারী বেলা ১টা ৩০ মিনিটের সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাওরে মৎস্য চাষ ব্যবস্থাপনার সাথে জড়িত ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ হেমায়েৎ হুসেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে পরিচালক (ক্রয় ও বিপণন) যুগ্মসচিব মোহাম্মদ খুরশীদ আলম; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন-২) মোহাম্মদ আব্দুল আহাদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ মাহবুবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এর একান্ত সচিব জনাব গোলাম মাঈনউদ্দিন হাসান, সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-বিপিএম, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, মৎস্য চাষ ব্যবস্থাপনার সাথে জড়িত ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধি বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
পরিশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
US BANGLA BARTA is proudly powered by WordPress