বিশ্বকাপের প্রতিপক্ষ নিয়ে মাথা ব্যথা নেই মেসি’র

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২

বিশ্বকাপের প্রতিপক্ষ নিয়ে মাথা ব্যথা নেই মেসি’র

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

টানা ৩৪ ম্যাচে অজেয় যাত্রা- এমন আর্জেন্টিনাকে নিয়ে লিওনেল মেসি বড় স্বপ্ন দেখতেই পারে। সামনে বিশ্বকাপ, যে মঞ্চে বিশ্ব ফুটবলের সব শক্তিধর দলই থাকবে। তবে মেসি সেসব নিয়ে মোটেও মাথা ঘামাতে চাইছেন না। উল্টো বলে দিলেন মূল মঞ্চে তাদের সামনে যে দলই পড়ূক, তারা মোকাবিলা করতে প্রস্তুত।

সম্প্রতি স্প্যানিশ টিভি চ্যানেল টিউনকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এই আর্জেন্টিনা যে কোনো দলকে মোকাবিলা করতে প্রস্তুত আছে। কোচিং স্টাফরা দলটিকে সেভাবে গড়ে তুলেছেন। আমাদের চেষ্টা থাকবে সেরাটা দেওয়া। যদিও আমরা কঠিন গ্রুপেই পড়েছি। এ নিয়ে আমরা বেশ সতর্ক। তবে শুরুটা জয় দিয়ে রাঙাতে পারলে সামনে এগিয়ে যেতে সুবিধা হবে।

কোপা আমেরিকা জয়, ইতালিকে হারিয়ে ফিনালিসিমার ট্রফি ঘরে তোলা- সব মিলিয়ে আর্জেন্টিনার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তাই এবারই সুযোগ তাদের। সোনালি ট্রফিটা আরেকবার হাতে তোলার। ফুটবলবোদ্ধারাও বারবার আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে মানছেন। কদিন আগে ব্রাজিলের রিকার্ডো কাকাও বলেছেন সুযোগ এবার ব্রাজিল ও আর্জেন্টিনার। এখন দেখার অপেক্ষা এই সুযোগ কারা কাজে লাগাতে পারে।

আগামী ২০ নভেম্বর শুরু হওয়া বিশ্বকাপে এবার গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। সৌদিকে হারানো হয়তো আকাশি-সাদাদের জন্য কঠিন কিছু হবে না, তবে বাকি দুই দেশের সঙ্গে লড়াই করেই জিততে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ