প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫
জগন্নাথপুর প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হলিচাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারী) সকাল ১১টায় স্কুলের উদ্যােগে পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হলিচাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি রুবেল আহমদ ভূইয়ার সভাপতিত্বে ও শিক্ষিকা সুমা বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাড়ারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরুপ রায়, শিক্ষক ফারুক আহমেদ, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারী সালাহ উদ্দিন ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী আনোয়ার হোসেন,হলিচাইল্ড কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের সাবেক সভাপতি হাসির আলী, সদস্য সচিব ও জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, স্কুলের পরিচালক জুনেদ আহমদ ভূইয়া, মকবুল হোসেন ভূইয়া, ইয়াহদি সারোয়ার লিমান, প্রধান শিক্ষক মতিউর রহমান বিপ্লব, শিক্ষক আসিকুর রহমান, শিক্ষিকা লক্ষী রানী, সাদমিন আক্তার, সুমা বেগম, সুমি বেগম, অভিভাবক হাবিবুর রহমান ভূইয়া, হালিমা বেগম, ইসলাম উদ্দিন প্রমূখ। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
US BANGLA BARTA is proudly powered by WordPress