প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
রেজুওয়ান কোরেশী,জগন্নাথপুর প্রতিনিধি:
বিপূল সংখ্যক দর্শকের উপস্থিতিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াং বয়েজ ফুটবল ক্লাব টুর্নামেন্টের ফাইন্যাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় জগন্নাথপুর সৈয়দপুর হাড়িকোনা মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে, রাফা এফসি বনাম রাইয়ান এফসি।
খেলাটি ২৫/২৫=৫০ মিনিটে ১-১ গোলে ড্র হওয়ায় ট্রায়ব্রেকারে চলে যায় এবং ট্রায়ব্রেকারে ৬-৫ গোলে রাইয়ান এফসি কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাফা এফসি।
খেলাটি পরিচালনা করেন সৈয়দ আবু ঈসা,মোঃ জঙ্গীনুর কোরেশী ও মোঃ নয়ন কোরেশী ।
এসময় উপস্থিত ছিলেন- সৈয়দ মুসাব্বির আহমেদ সাবেক সাংগঠনিক সম্পাদক জগন্নাথপুর উপজেলা (বিএনপি), সৈয়দ এমদাদ আহমদ বর্তমান প্যানেল চেয়ারম্যান,
সৈয়দ আবুল খয়ের সাবেক মেম্বার ২ নংওয়ার্ড, সৈয়দ জুয়েল সাবেক মেম্বার ১নং ওয়ার্ড,মোঃ লাকু মিয়া মেম্বার ১নং ওয়ার্ড, সৈয়দ ইসহাক,সৈয়দ মিজান আহমদ,সৈয়দ আবু বক্কর,সৈয়দ নুর আলী, সৈয়দ সাবির আহমদ,মোঃ আছাদ কোরেশী মোঃ নেওয়াজ মিয়া,প্রমুখ।
US BANGLA BARTA is proudly powered by WordPress