প্রকাশিত: ৬:৩২ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি##
প্রবাসী এনামুল আম্বিয়ার অর্থায়নে ও জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা’র আয়োজনে ১নং কলকলিয়া ইউনিয়ন ফুটবল দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত পাড়ারগাঁও গ্রাম নিবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী এনামুল আম্বিয়া’র অর্থায়নে উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন ফুটবল দলের “জার্সি উন্মোচন ” উপলক্ষে ১৩ই জুলাই রোজ সোমবার বিকাল চার ঘটিকার সময় স্থানীয় কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা’র সহ-সভাপতি আলমগীর কবির এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জুবায়ের হোসেন এর সঞ্চালনায় “জার্সি উন্মোচন ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা’র সভাপতি মোঃ আফজাল হোসেন ফজর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মসিক আহমদ, বাফুফের ফুটবল কোচ ও জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা’র সাধারন সম্পাদক মোঃ রুহুল আমীন রাহুল, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল কিবরিয়া।
স্বাগত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা’র সহ শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ খোকন মিয়া।

আলোচনা পর্ব শেষে ১ নং খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
এদিকে প্রবাসীদের অর্থায়নে প্রথম আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলা আজ ১৫ ই জুলাই বিকাল ৩ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া বাজার মাঠে অনুষ্ঠিত হবে। এই খেলা ১নং কলকলিয়া ইউনিয়ন ফুটবল দল বনাম সৈয়দপুর -শাহারপাড়া ইউনিয়ন ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হবে।
US BANGLA BARTA is proudly powered by WordPress