প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২২
স্টাফ রিপোর্টারঃ
ইতালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জগন্নাথপুর এর যুবক আবুল খয়ের(২০) এর দাফন নিজ গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ১নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত জগদীশপুর গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুল আহাদ এর ছেলে মোঃ আবুল খয়ের (২০) বিগত প্রায় এক বছর যাবৎ বিশ্বের অন্যতম উন্নত দেশ ইতালীতে বসবাস করে আসছিল। গত ২০২১ সালের ২৩ শে ডিসেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবুল খয়ের (২০) ইতালীতে মৃত্যু বরন করে। আইনি প্রক্রিয়ায় শেষে গতকাল ১৫ ই জানুয়ারী দিবাগত রাতে তাহার লাশ গ্রামের বাড়ী জগদীশপুরে পৌঁছে। আজ ১৬ ই জানুয়ারী রোজ রবিবার সকাল ৯ ঘটিকার সময় শতশত ধর্মপ্রাণ মুসল্লীয়ামে কেরাম এর উপস্থিতিতে তার নামাজে জানাজা শেষে মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।মরহুম এর পরিবারে শোকের মাতম চলছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
US BANGLA BARTA is proudly powered by WordPress