প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২২
ইউএস বাংলা প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় কানেকটিকাটের বাংলাদেশীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর ক্রিকেট লীগ ফাইনাল খেলা গত ৩রা সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
ইষ্ট হার্টফোর্ড মার্চার এভিনিউ এর ক্রিকেট মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এবার এই ক্রিকেট লীগ টুর্নমেন্টে মোট
৫ টি দল অংশ গ্রহন করে। দলগুলো হচ্ছে স্ট্যামফোর্ড এসোসিয়েশন অব বাংলাদেশ (SAB), বেঙ্গল ক্রিকেট ক্লাব (BCC), ব্রিজপোর্ট গ্রাডিয়েটর (BG), মিডিলটাউন স্পোর্টস ক্লাবের (MSC) এবং ওয়ালিংফোর্ড ক্রিকেট ক্লাব।
লীগ পর্বের খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসে ফাইনালে অংশ গ্রহন করে স্ট্যামফোর্ড এসোসিয়েশন অব বাংলাদেশ (SAB) এবং বেঙ্গল ক্রিকেট ক্লাব (BCC).
মাঠে প্রচুর দর্শক সমাগম এর মাধ্যমে উপভোগ্য এই খেলাটি অনুষ্ঠিত হয় । শেষ বল পর্যন্ত খেলাটি প্রতিযোগিতাপূর্ণ ছিল। টসে জিতে স্টামফোর্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। স্টামফোর্ড ২০ অভার শেষে ১৯৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।জবাবে বেঙ্গল ক্রিকেট ক্লাব সব কটি উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৮৮ করতে সক্ষম হয়। স্ট্যামফোর্ড এর হাবিব অর্কো সর্বচ্চো ৯২ রান করেন।
এই চুর্মামেন্টের কোয়ার্ডিনেটর এর দায়িত্ব পালন করেন তারেক আম্বিয়া।

ইন্জিনিয়ার আমির উজ্জামান টুটুল এই চুর্মামেন্টে আহবায়কের দায়িত্ব পালন করেন, যুগ্ম আহবায়ক হিসাবে তৌফিকুল আম্বিয়া টিপু সহায়তা করেন। আহবায়ক কমিটিকে সহযোগিতা এবং এই টুর্নামেন্ট সফল করার জন্য যারা নিরলস পরিশ্রম করেছেন তারা হচ্ছে, হাবিবুর রহমান হাবিব, হুমায়ন আহম্মেদ চৌধুরী, সাব্বির রনি, শাহেদুর রহমান দিপু, ডেভিড রোজারিও, রাজু, এবি সিদ্দিীক, হামজা, শোয়েব শেখ ও আরও অনেকে।
খেলার সময় মাঠে উপস্তিত ছিলেন বাকের উপদেষ্টা জনাব এম এ মান্নান চৌধুরী, জুনায়েদ এ খান, ধারাভাষ্যকার ডেবিট স্বপন রজারিও, বাপ্পি, সভাপতি জনাব নুরুল আলম, সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন আহমেদ চৌধুরি, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি জনাব তারেক আম্বিয়া, জনাব এম এ হাশেম, ক্রীড়া সম্পাদক জনাব এবি সিদ্দিকী এবং সহ সম্পাদক জনাব হামজা কুরেশী, সংস্কৃতিক সম্পাদক সাব্বির রনি, কোষাদক্ষ এম রহমান রাজু, বাবুল আহমেদ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অতিথিবৃন্দের মধ্যে উপস্তিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. আমান সাইদ, জলালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এবং বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর সাবেক সভাপতি জনাব মঈনুল হক চৌধুরী হেলাল, কানেকটিকাট বিএনপি’র সভাপতি জনাব তৌফিকুল আম্বিয়া টিপু, বিশিষ্ট রাজনীতিবিদ এমডি রহমান অপু, বাক এর সাবেক ক্রীড়া সম্পাদক শাহেদুর রহমান দিপু, হারুন-অর-রশিদ, ক্রিকেট প্রেমী ইমরান ভুঁইয়া এবং আবতাহী, বাংলাদেশি আমেরিকান খ্রিস্টান এসোসিয়েশন অব কানেকটিকাটের বর্তমান সভাপতির সমীর দত্ত এবং সাবেক সভাপতি জনাব হেমন্ত পালমা প্রমুখ।
খেলা শেষে বাক এর পতাকাতলে আগত অতিথিবৃন্দের উপস্তিতিতে পুরস্কার বিতরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাক এর সাধারন সম্পাদক হুমায়ন আহম্মেদ চৌধুরীর পরিচালনায়, ক্রিকেটপ্রেমী এবং টুর্নামন্টে কমিটির আহবায়ক ইন্জিনিয়ার আমির উজ্জামান টুটুল দর্শকদের করতালির মাধ্যমে ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা ম্যাচ সিরিজ সহ সকল পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষনা করেন। টুনামেন্টের ১ম ও ২য় সেমি-ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় যথাক্রমে ফসি উদ্দিন (BCC) এবং ফায়েজ আহম্মেদ (SAB) এবং ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় হাবিব অর্কো (SAB)। তারা সকলে ৫০ ডলারের চেক এবং ট্রফি গ্রহন করেন।
টুনামেন্টের ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় অলরাউন্ডার স্ট্যামফোর্ডের ক্যাপ্টেন মাহি উদ্দিন। তিনি ১০০ ডলারের চেক সহ ১টা ট্রফি গ্রহন করেন।
এই টুর্নামেন্টের বিশেষ পুরস্কার স্পোর্টসম্যানশীপ এওয়ার্ড হিসাবে ব্রিজপোর্ট গ্রাডিয়েটর এর বশির উদ্দিন এবং ফেরার ক্যাপ্টন অব দ্যা টুর্নামেন্ট হিসাবে মিডিলটাউন স্পোর্টস ক্লাবের (MSC) ক্যাপ্টন ইমরান ভুঁইয়াকে চ্রফি এবং ৫০ ডলারের চেক প্রদান করা হয়। এই প্রেসেটিজিয়াস বিশেষ পুরস্কার ২টির ১টি প্রদান করেন আজকের প্রধান অতিথি ডা. আমান সাঈদ এবং ইন্জিনিয়ার আমির উজ্জামান টুটুল এবং ২য় টি প্রদান করেন বাক এর সভাপতি নুরল আলম ও সাধারন সম্পাদক হূমায়ন আহম্মেদ।

শেষপর্বে চ্যাম্পিয়ন এবং রানার-আপ দলকে আজকের প্রধান অতিথি ডা. আমান সাইদ, বাক এর সভাপতি নুরুল আলম, সাধারন সম্পাদক হুমায়ন আহমেদ চৌধুরী এবং সাবেক সভাপতি জনাব মঈনুল হক চৌধুরী হেলাল ট্রফি এবং প্রাইজ মানির চেক প্রদান দেন।
পুরস্কার বিতরনি অনুষ্ঠানের পুর্বে উপস্থিত অতিথিবৃন্দের বক্তব্যে প্রায় সকলেই বলেন, চলমান বিভাজন কমিয়ে ক্রিকেট খেলার মাধ্যমে দল মত নির্বিশেষে কানিকটিকাটের বাংলাদেশী কমিউনিটির সকলকে একই প্লাটফর্মে সহ-অবস্থান করার আহ্বান জানান। তারা বলেন বাংলাদেশের সকল জনগন ক্রিকেটের মাধ্যমে সর্বদা এক মন্চে সহ অবস্থান করে তেমনি আসুন আমরা এই ক্রিকেটর মাধ্যমে প্রবাসে এক মন্চে এসে একত্রিত হয়ে কমিউনিটির শক্তি বৃদ্ধিতে সহায়তা করি।
ফাইনাল খেলাটি বরাবরের মত আম্পায়ার হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন ইন্জিনিয়ার আমির উজ্জামান টুটুল এবং পারভেজ আহমেদ।স্কোর এর দায়িত্বে ছিলেন শাহেদুর রহমান দিপু এবং শোয়েব আহমেদ। তারা নিখুঁতভাবে এই খেলাটি পরিচালনা করেন।
US BANGLA BARTA is proudly powered by WordPress