জগন্নাথপুর এর কলকলিয়ার “খিদীর” গাঁজা সহ গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২

জগন্নাথপুর এর কলকলিয়ার “খিদীর” গাঁজা সহ গ্রেপ্তার

স্টাফ  রিপোর্টাঃঃ

মাদক সম্রাট খিদীর(৪৫)কে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আব্দুস ছত্তার সহ এক দল পুলিশ ১৪ ই জানুয়ারী দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত  সাদিপুর গ্রাম নিবাসী মৃত আয়াজ আলীর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মাদক সম্রাট মোঃ খিদীর মিয়া (৪৫) কে গ্রেপ্তার করেন। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গ্রেপ্তারকালীন সময়ে তার নিকট হতে ৯ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই মোঃ আব্দুস ছত্তার বলেন, গ্রেপ্তারকৃত আসামী খিদীর এর বিরুদ্ধে চুরি ও মাদক এর একাধিক মামলা রয়েছে। আজ ১৫ ই জানুয়ারী তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ