জাপানকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতে স্পেনের মেয়েদের উল্লাস

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

জাপানকে হারিয়ে  বিশ্বকাপ শিরোপা জিতে  স্পেনের মেয়েদের উল্লাস

ইউএস বাংলা বার্তা  ডেস্কঃ

জাপানকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতল স্পেন। কোস্টারিকার রাজধানী সেন্ট জোসের জাতীয় স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় স্পেনের মেয়েরা।

শিরোপা ধরে রাখার মিশনে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে নাম লেখায় জাপান। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের হাতছানি দেওয়া দেশটির দিকেই নজর ছিল সবার। মাঠের লড়াই শুরু পর তা নিজেদের ওপর টেনে নেয় স্পেন।

প্রথম শিরোপা ঘরে তোলার পাশাপাশি গত বিশ্বকাপ ফাইনালে হারের দুঃখ ঘোচাল জানা ফার্নান্দেজের দল। ফ্রান্সে অনুষ্ঠিত সেই ফাইনালে জাপানের কাছে ১-৩ গোলেই হেরেছিল স্পেন।

কিক-অফের পরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্প্যানিশরা। মাত্র ২৭ মিনিটে তিন গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে ফেলে দেয় পেদ্রো লোপেজের শিষ্যরা। ১২ মিনিটে গোলের সূচনা করেন ইমা গাবারো। বিশ্বকাপে সর্বোচ্চ অষ্টম গোল করে গোল্ডেন বল জিতেছেন ১৯ বছর বয়সী আক্রমণাত্মক এই মিডফিল্ডার। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালমা পারাল্লুয়েলো। ২৭ মিনিটে পেনাল্টি থেকে সালমার দ্বিতীয় গোলে স্কোর লাইন ৩-০ হয়। বিরতির পর দ্বিতীয় মিনিটে গোল করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও তা ছিল কেবলই সান্ত্বনার উপলক্ষ! কারণ শেষ পর্যন্ত সাজু আমানোর গোলটি হারের ব্যবধানই কমাতে পেরেছে মাত্র।

এ সংক্রান্ত আরও সংবাদ