নিউইয়র্ক জালালাবাদে বদরুল সভাপতি মইনুল সাধারন সম্পাদক

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুন ৬, ২০২২

নিউইয়র্ক জালালাবাদে বদরুল সভাপতি মইনুল সাধারন সম্পাদক

তৌফিকুল আম্বিয়া টিপুঃ 

উত্তর আমেরিকার বৃহত্তর আঞ্চলিক সংগঠন  জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর কার্যকরী কমিটি ২০২২-২০২৪-এর দ্বি-বার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ ছিল গতকাল ৫ জুন রোববার। নির্বাচন  সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন।

অত্যান্ত সুন্দর এ শুশৃংখল পরিবেশে ভোট গ্রহন অনুষ্টিত হয়। কোথাও কোন অপৃতীকর ঘটনার খবর পাওয়া য়ায় নি।

নিউইয়র্ক, নিউজার্সী, কানেকটিকাট ও পেনসিলভানিয়া রাজ্যের ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১১ হাজার ৯২ জন ভোটার নিয়ে এ নির্বাচন অনুষ্টিত হয়।সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত ভোট গ্রহন অনুষ্টিত হয়।

জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল হোসেন খান ও বর্তমান কোষাধ্যক্ষ মঈনুল ইসলামের নেতৃত্বে ‘বদরুল-মঈনুল’ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। অপরদিকে বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মাসুদুল হক ছানু সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে সাইকুল ইসলাম স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বীতা করেন।

১৯ টি পদের মধ্যে  ৫টি পদে এ নির্বাচন অনুষ্টিত হয়। বাকী ১৪ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

জালালাবাদ এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বদরুল খান ২৬৬৭ ভোট পেয়ে ৩য় বারের মত নির্বাচিত হন। উনার প্রতিদ্বন্দ্বী মাসুদুল হক ছানু পেয়েছেন ৯৮০ ভোট।

এ দিকে সহ সভাপতি (সিলেট) পদে মোঃ লোকমান হোসেন ২৫৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। উনার  প্রতিদ্বন্দ্বী শাহ মিজানুর রহমান ৮৮০ ভোট পেয়েছেন।

সাধারন সম্পাদক পদে সাবেক কোষাধক্ষ মইনুল ইসলাম ২৩৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন।তার প্রতিদ্বন্দ্বী সাইকুল ইসলাম পেয়েছেন ১২১৪ ভোট।

কোষাধক্ষ  পদে  ২৩৮৬ ভোট পেয়ে মোহাম্মদ আলিম নির্বাচিত হন।তার প্রতিদ্বন্দ্বী মিছবাহ উদ্দিন আহমেদ   পেয়েছেন  ১১৬৩ ভোট।

সংগঠনিক সম্পাদক পদে ইফজাল চৌধুরী ২৪৭১ ভোট পেয়ে নির্বাচিত হন।তার প্রতিদ্বন্দ্বী শহিদুল হক রাসেল পেয়েছেন  ১০২৬ ভোট।

বাকী ১৪ টি পদে যারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন তারা হলেন ‘বদরুল-মঈনুল’ প্যানেলের সহ সভাপতি (সুনামগঞ্জ)- মোহাম্মদ শাহীন কামালী, সহ সভাপতি (হবিগঞ্জ)- মো: শফি উদ্দিন তালুকদার, সহ সভাপতি  মৌলভীবাজার)- বশির খান, সহ সাধারণ সম্পাদক- রোকন হাকিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- হোসেন আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক- ফয়ছল আলম, ক্রীড়া সম্পাদক- মান্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- বুরহান উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক- জাহিদ আহমেদ খান, মহিলা বিষয়ক সম্পাদক- সুতিপা চৌধুরী, কার্যকরী সদস্য (সিলেট)- হেলিম উদ্দিন, কার্যকরী সদস্য (সুনামগঞ্জ)- শামীম আহমেদ, কার্যকরী সদস্য (হবিগঞ্জ)- দেলোয়ার হোসেন মানিক, কার্যকরী সদস্য (মৌলভীবাজার)- মিজানুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ