প্রতিপক্ষ নিয়ে মাথা ঘামায়না মেসি’র আর্জেন্টিনা

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, জুন ২, ২০২২

প্রতিপক্ষ নিয়ে মাথা ঘামায়না মেসি’র আর্জেন্টিনা

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

জাদুকরি এক রাত উপহার দিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে আলবেসেলিস্তেরা জিতে নিল ফিনালিসিমা। আর্জেন্টাইনদের এই জাদু অবশ্য অব্যাহত রয়েছে দীর্ঘ সময় ধরে। টানা ৩২ ম্যাচ অপরাজিত রয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। লিওনেল স্কালোনির কোচিংয়ে অপ্রতিরোধ্য হয়ে ওঠা মেসি-ডি মারিয়ারা প্রতিপক্ষ নিয়ে মাথা ঘামায় না।

১লা জুন রোজ বুধবার দিবাগত রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপের দুই বিজয়ী দল মুখোমুখি হয় ফিনালিসিমায়। ইউরো চ্যাম্পিয়নদের উপর দাপট দেখিয়ে ৩-০ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। গোটা ম্যাচে দুর্দান্ত মেসি গোল না পেলেও করিয়েছেন দুটি। ম্যাচসেরা আর্জেন্টিনা অধিনায়ক শিরোপা জিতে বলেন, ‘যেকোনো দলকে মোকাবিলা করতে প্রস্তুত আমরা। সামনে কে আছে তা নিয়ে মাথা ঘামাই না। আজকের (গতকাল) পরীক্ষাাটি দারুণ ছিল।

কারণ ইতালি খুব ভালো দল। আমরা জানতাম ম্যাচটি খুব ভালো হতে চলেছে। চ্যাম্পিয়ন হতে পারায় খুবই আনন্দিত।’

ওয়েম্বলি স্টেডিয়ামে আর্জেন্টাইন সমর্থকদের উপস্থিতিতে আনন্দিত মেসি। তিনি বলেন, ‘এটি অসাধারণ এক ফাইনাল ছিল। পুরো মাঠভর্তি আর্জেন্টিনার সমর্থক, দারুণ এক অভিজ্ঞতা। আমরা এখানে খুবই সুন্দর সময় কাটালাম।’

এ সংক্রান্ত আরও সংবাদ