প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ২৫, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
উত্তর আমেরিকার অন্যতম বৃহত্তর আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ৫ জুন রোববার পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে নিউইয়র্কের কুইন্সের এনটিভি স্টুডিও, ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্ট ও ওজোন পার্কের দেশি সিনিয়র সেন্টার কেন্দ্রে সকাল ৯টা থেকে রাত ৮টা, নিউজার্সির প্যাটারসন ফায়ারম্যান হল কেন্দ্রে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা এবং পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার আল-শাম রেস্টুরেন্ট কেন্দ্রে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ৪৪৪ জন আজীবন সদস্যসহ ১১ হাজার ৯২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারও জমে উঠেছে।নির্বাচনে সভাপতি পদে বদরুল হোসেন খান এবং সাধারণ সম্পাদক পদে মইনুল ইসলাম ‘বদরুল-মইনুল’ প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে মাসুদুল হক ছানু এবং সাধারণ সম্পাদক পদে সাইকুল ইসলাম স্বতন্ত্রভাবে লড়ছেন। সভাপতি পদে আরেক প্রার্থী মিসবা আবদীন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
নির্বাচন কমিশনের প্রধান আতাউর রহমান সেলিম জানান, ভোটকেন্দ্র ঘোষণাসহ নির্বাচনী বিধিমালা প্রকাশ করা হয়েছে। জিপ কোড অনুযায়ী নির্ধারণ করা হয়েছে ভোট কেন্দ্রগুলো। তিনি জানান, আজীবন সদস্যরা আইডি কার্ড দেখিয়ে ভোট দিতে পারবেন। তবে সাধারণ সদস্যদের অবশ্যই আইডি কার্ডের সঙ্গে ভোটার তালিকার জন্মসাল মিল থাকতে হবে। নির্বাচনের দিন ভোট কেন্দ্রের ১০০ গজের মধ্যে কোনো পোস্টার লাগানো, লিফলেট বিতরণ এবং শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। প্রতিটি কেন্দ্রে প্রত্যেক প্রার্থী দুই জন করে এজেন্ট নিয়োগ দিতে পারবেন। তবে একজনের বেশী কেন্দ্রের ভেতরে থাকতে পারবেন না। ভোটার তালিকার ব্যাপারে কোনো আপত্তি গ্রহণ করবে না নির্বাচন কমিশন।
আতাউর রহমান সেলিম জানান, নির্বাচন সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে বেসরকারি ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে উপযুক্ত প্রমাণসহ ২ হাজার ডলার জামানতসহ আবেদন করতে হবে। তিনি জানান, সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।
অ্যাসোসিয়েশনের ১৯ টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ৫ পদে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাকী ১৪ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন এবং তারা সকলেই ‘বদরুল-মঈনুল’ প্যানেলের প্রার্থী বলে জানা গেছে।
‘বদরুল-মইনুল’ প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি বদরুল হোসেন খান, সহ-সভাপতি (সিলেট) মো. লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি (সুনামগঞ্জ) মোহাম্মদ শাহীন কামালী, সহ-সভাপতি (হবিগঞ্জ) মো. শফি উদ্দিন তালুকদার, সহ-সভাপতি মৌলভীবাজার) বশির খান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম, সাংগঠনিক সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হোসেন আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়ছল আলম, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক জাহিদ আহমেদ খান, মহিলা বিষয়ক সম্পাদক সুতিপা চৌধুরী, কার্যকরী সদস্য (সিলেট) হেলিম উদ্দিন, কার্যকরী সদস্য (সুনামগঞ্জ) শামীম আহমেদ, কার্যকরী সদস্য (হবিগঞ্জ) দেলোয়ার হোসেন মানিক, কার্যকরী সদস্য (মৌলভীবাজার) মিজানুর রহমান।
এদিকে স্বতন্ত্রভাবে সভাপতি পদে লড়ছেন মাসুদুল হক ছানু, সাধারণ সম্পাদক পদে লড়ছেন সাইকুল ইসলাম, সহ-সভাপতি (সিলেট জেলা) পদে শাহ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে মিসবাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক ও সাদস্যিক সম্পাদক পদে শাহীদুল হক।
সবমিলিয়ে এখন নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন প্রদান ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সভা-সমাবেশের মাধ্যমে চলছে এই প্রচারণা। চলছে গুরুত্বপূর্ণ স্থানে রং বেরঙ-এর পোস্টারিং।
অন্যদিকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল হোসেন খান ও বর্তমান কোষাধ্যক্ষ মইনুল ইসলামের নেতৃত্বে ‘বদরুল-মইনুল’ প্যানেলের নির্বাচন পরিচালনার জন্য সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদকে আহ্বায়ক, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ আহমদকে সদস্য সচিব করে শতাধিক সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, জালালাবাদ এসোসিয়েশনের ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম। কমিশনের সদস্যরা হলেন- মোশাররফ হোসেন, সাব্বির হোসেন, আহমেদ এ হাকিম ও মিনহাজ আহমেদ।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest