প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদকালের ১ম বছরে যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত গ্রেফতার ও ডিপোর্টেশন পুর্ববর্তী বছরের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেয়েছে। প্রেসিডেন্ট বাইডেন দায়িত্বভার গ্রহণের কিছুদিনের মধ্যে অভিবাসন বিষয়ে আইন প্রয়োগে সহনশীল ও মানবিক বিবেচনাকে অধিকতর গুরুত্ব প্রদান করার নির্দেশ প্রদান করেন। প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনার পর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অভিবাসন সংক্রান্ত গ্রেফতার ও ডিপোর্টেশন এর উদারনৈতিক নীতিমালা প্রয়োগ শুরু করে । বিভিন্ন ধরনের ক্রিমিনাল কর্মকান্ডে জড়িত, যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তার প্রতি হুমকিস্বরুপ ব্যক্তিবর্গ ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধ কাগজপত্রবিহীন অন্য সকলের জন্য উদারনৈতিক নীতিমালার বিবেচনায় গ্রেফতার ও ডিপোর্টেশন হ্রাস পেতে থাকে। ২০২১ অর্থবছরে ইমিগ্রেশান এন্ড কাষ্টমস এনফোর্সমেন্ট গ্রেফতার করে প্রায় ৭৪০০০ জনকে যার মধ্যে নতুন উদারনৈতিক নীতিমালা গ্রহণের পর গ্রেফতার করা হয় ৪৫৭৫৫ জনকে । এদের অর্ধেকের মত ছিল আদালতে দোষী সাব্যস্ত ক্রিমিনাল। প্রায় ৫৫% ছিল যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ। এর আগের অর্থবছরে গ্রেফতারের সংখ্যা ছিল এক লক্ষেরও বেশী। এঝাড়া গত অর্থবছরে ইমিগ্রেশান এন্ড কাষ্টমস এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ দুইটি ইমিগ্রেশান ডিটেনশান সেন্টার বন্ধ করে দিয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী পারিবারিক ডিটেনশান ও কর্মক্ষেত্রে বড় ধরনের ধরপাকরও বন্ধ রেখেছে। এছাড়া অভিবাসন সংক্রান্ত গ্রেফতারকৃতদের জেলে নেওয়ার পরিবর্তে বিকল্প হিসেব এঙ্কল ব্রেসলেট পরিয়ে দেওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদকালের ১ম বছরে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্টেশনও হ্রাস পেয়েছে ব্যাপকমাত্রায়। গত বছর (২০২১ সালে) যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫৯ হাজার অভিবাসীকে ডিপোর্ট করা হয় । আর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এর মেয়াদকালের সর্বশেষ বছরে (২০২০ সালে) যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয় ১৮৫,৮৮৪ জনকে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest