প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মে ১৩, ২০২২
তৌফিকুল আম্বিয়া টিপুঃ
প্রতি বছরের মত এবারো বাংলা ১৪২৯ সালকে করণ করে নিয়েছে ব্রঙ্কসের সাংষ্কৃতিক শিক্ষাকেন্দ্র বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)। এ উপলক্ষে গত ৮ মে রোববার ব্রঙ্কসে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
পয়লা বৈশাখ রোজার মধ্যে হওয়ায় বাফা অনুষ্ঠানটি ঈদের পরে আয়োজনের সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসাবে রোববার বেলা ১২টায় বাফা স্টুডিও’র সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার সামনের সারিতে ছিলেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন ও বাফা’র শতাধিক শিক্ষার্থী।
অন্যান্যের মধ্যে শোভাযাত্রায় অংশ নেন মূলধারার রাজনীতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, রাজনীতিক ও সংগঠক আব্দুর রহিম বাদশা, যুবনেতা জামাল হোসাইন, বাফা’র প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন এবং নির্বাহী পরিচালক মার্জিয়া স্মৃতি।
শোভাযাত্রাটি ব্রঙ্কসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাফা স্টুডিও’র সামনে গিয়ে শেষ হয়। এরপর বেলা ৩টায় এলমএস্টেট অ্যাভিনিউতে গড়ে তোলা মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাফা’র শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শামীম আরা বেগম ও লাবলু।
বৈশাখ উপলক্ষে সেখানে আয়োজন করা হয় বৈশাখীর মেলার। মেলায় বিভিন্ন স্টলে ছিল মজাহার খাবার ও বিভিন্ন পোশাকসহ পণ্যের সমাহার।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশি শিশু-কিশোরদের মননে বাংলা ভাষা, বাঙালিরা সংস্কৃতির বীজ বপনের উদ্দেশ্যে বাফা প্রতিষ্ঠার পর খুব অল্প সময়ে সবার নজর কাড়ে সংগঠনটি। ২০১১ সালে প্রতিষ্ঠিত বাফা’য় শিক্ষা দেয়া হচ্ছে নৃত্য, সঙ্গীত, বাংলা ভাষা ও আবৃত্তি। আর এই বিষয়গুলো ওপর প্রতি বছরই বাফা অনুষ্ঠানের আয়োজন করে এবং কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে সনদ পত্র বিতরণ করে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest