সুশীল সমাজ এবং উপদেষ্টাদের সম্মানে বাকের গোলঠেবিল বৈঠক

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২২

সুশীল সমাজ এবং উপদেষ্টাদের সম্মানে বাকের গোলঠেবিল বৈঠক

তৌফিকুল আম্বিয়া টিপু ## 

এই প্রথম গতকাল ২৫শে মার্চ যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অংগরাজ্যের মেরিডেন শহরে বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর উদ্যোগে নতুন উপদেষ্টা পরিষদের পরিচিতি এবং সুশীল সমাজকে নিয়ে একটি ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকের সভাপতি নুরুল আলম নুরুর সভাপতিত্বে , সাধারন সম্পাদক হুমায়ুন চৌধুরীর সন্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্টানে বিশেষ অতিথী হিসাবে উপস্তিত ছিলেন বাকের সদ্য মনোনিত উপদেষ্টা  ড. শওকত এ খান, মইনুল হক চৌধুরী হেলাল,নাজিম উদ্দিন, আব্দুল মান্নান চৌধুরী, জুনায়েদ খান, ডেভিড স্বপন রজারিও, মোঃ নুরুল আফসার এবং সাইফুল গনি চৌধুরী।
বাকের মনোনিত প্রধান উপদেষ্টা ড. সাইদুর রহমান শারিরীক অসুস্হতার জন্য আসতে পারেন নি। নতুন উপদেষ্টাগনের মধ্যে বেলায়েত হোসেন এবং কলিন্স বাপ্পি বৈদ্য অনুউপস্তিত ছিলেন।
বিশেষ অতিথী হিসাবে আরো যারা উপস্তিত ছিলেন তারা হলেন বাকের গত নির্বাচনের নির্বাচন কমিশনার কাজী বেলাল শাহজাহান, রাশেদ আহমেদ, সুজা খান এবং আমিনুর রহমান তাপস, কানেকটিকাট বিএনপির আহবায়ক তৌফিকুল আম্বিয়া টিপু, ইন্জিনিয়ার আমিরুজাজামান টুটুল সহ সুশিল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সভায় বক্তব্য রাখেন, ড. শওকত খান, মইনুল হক চৌধুরী হেলাল, নাজিম উদ্দিন, আব্দুল মান্নান চৌধুরী, জুনেদ এ খান, ডেভিড স্বপন রজারিও, নুরুল আবছার, সাইফুল গনি চৌধুরী, কাজী বেলাল শাহজাহান, রাশেদ আহমেদ, সুজা খান, আমিনুর রহমান তাপস, তৌফিকুল আম্বিয়া টিপু, ইন্জিনিয়ার আমিরুজ্জামান টুটুল, আবুল কালাম, আলী আকবর বাপ্পী, এলডার মাইকেল শাহ, মোহাম্মদ উল্ল্যা, জাশেদুল আলম, ইব্রাহিম সাইদ, মোঃ জসিম, এম এ হাসেম, তারেক আম্বিয়া, হাবিবুর রহমান, মোঃ রহমান রাজু, ফরিদ চৌধুরী তারেক, মোঃ আহমেদ রনি, মোয়াজ্জেম হোসেন বাবুল, আবুল কালাম আজাদ, এ বি সিদ্দিকি, মারলিন মিথিলা রজারিও, হাবিবুর রহমান(২), মোহাম্মদ শফি এবং জাফর আহমেদ।
বক্তারা বিভাজিত কানেকটিকাটবাসীকে এক করে কিভাবে ভবিষ্যতে সবার সমন্বয়ে একটি শক্তিশালী সংগঠন হিসাবে বাককে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে গুরুত্ব দেন এবং বাংলাদেশীদের আমেরিকার মেইনস্রিম রাজনীতিতে কিভাবে জরিত করা যায় সেটা নিয়ে কাজ করার অনুরোধ করা হয়।
সভায় একটি ঘোষনা দেয়া হয়- আজ শনিবার ২৬শে মার্চ সন্ধ্যা ৬ঃ৩০ ঘটিকায় বাক কতৃক বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ভার্চুয়াল প্লাটফর্ম জুমের মাধ্যমে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক আনুষ্টানের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্তিত থাকার অনুরোধ করা হয়েছে। জুম আইডি- ২০৩-৯৯৩-৭৭৮৮
পরিশেষে সভাপতির বক্তব্য এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ