বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর উদ্যোগে বিনা মুল্যে করোনার টিকা

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২

বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর উদ্যোগে বিনা মুল্যে করোনার টিকা
তৌফিকুল আম্বিয়া টিপুঃ 
বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর উদ্যোগে এবং কানেকটিকাট ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ (DPH) এর সহযোগিতায় প্রত্যেক ২ সপ্তাহ অন্তর অন্তর বাকের বর্তমান কার্যালয় ২৭০০ বার্লিন টার্নপাইক, মেরিডেন অফিসে কমিউনিটির সুবিধার্তে করোনা টিকার ব্যবস্তা করা হয়েছে যা কয়েক সপ্তাহ থেকে অব্যাহত আছে। যারা এখনো টিকা নেননি তারা আজ ২০শে মার্চ রবিবার ২৭০০ বার্লিন টার্নপাইক, মেরিডেন অফিসে গিয়ে আপনার টিকা বা বোস্টার ডোজ নিতে পারেন।
এখানে আপনি আপনার প্রথম, দ্বিতীয় অথবা বোস্টার ডোজ নিতে পারবেন। কোন এপয়েন্টমেন্ট ছাড়া আপনি আজ সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যে কোন সময় গিয়ে আপনার টিকা নিতে পারবেন।
আপনাদের যাদের ইনসুরেন্স নাই তাদের কোন ইনসুরেন্স লাগবে না। তবে যদি আপনার ইনসুরেন্স থাকে তবে দয়া করে আপনার ইনসুরেন্স কার্ডটি সাথে নিয়ে যাবেন এবং একটা ফটো আইডি নেয়ার অনুরোধ করেছেন।
এখানে শিশু সহ সব বয়সের লোকদের টিকা প্রদান করা হবে। এ বিষয়ে জানতে যোগাযোগ করতে পারেন বাকের বর্তমান সভাপতি নুরুল আলম নুরু এবং সাধারন সম্পাদক হুমায়ুন চৌধুরির সহ বাকের যে কোন কর্মকর্তার সাথে।
এ টিকা কাযর্ক্রম আরো কয়েক সপ্তাহ অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ