বাকের উদ্যোগে কমিউনিটির সেবা- টিকা প্রদান, কম্বল এবং করোনা টেষ্ট কিট বিতরন

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২

বাকের উদ্যোগে কমিউনিটির সেবা- টিকা প্রদান, কম্বল এবং করোনা টেষ্ট কিট বিতরন

তৌফিকুল আম্বিয়া টিপুঃ

যুক্তরাষ্টের কানেকটিকাট স্টেটে বাংলাদেশী আম্রেলা সংগঠন বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) কমিউনিটির বিভিন্ন সেবামুলক কার্যক্রমের অংশ হিসাবে গত কাল শুক্রবার বাদ জুম্মা ম্যানচেস্টারে বায়ত-উল-মামুর মসজিদে কম্বল ও কোভিড টেস্ট কিট  বিতরণ করে।
প্রত্যেক মুসল্লিকে একটা করে কম্বল এবং দুইটি টেস্ট কিট সম্মবলিত এক বক্স  করোনা টেষ্ট কিট দেওয়া হয়।
পর্যায় ক্রমে কানেকটিকাটের প্রত্যেক মসজিদে এবং কমিউনিটির বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই কম্বল এবং করোনা টেস্ট কিট সবার মধ্যে বিতরন করা হবে বলে বাকের সভাপতি জনাব নুরুল আলম নুরু জানান।
কানেকটিকাট স্টেট থেকে পাওয়া এ সব কম্বল এবং করোনা টেস্ট কিট বাংলাদেশী কমিউনিটির মধ্যে বিতরনের জন্য প্রদান করে কানেকটিকাট পাবলিক হেলথ ডিপার্টমেন্ট।
কম্বল এবং করোনা কিট বিতরনে অনুষ্টান উপস্তিত ছিলেন বাকের বর্তমান সভাপতি নুরুল আলম নুরু, বাকের সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা মইনুল হক চৌধুরী হেলাল,বাকের সহ সভাপতি তারেক আম্বিয়া, সাধারন সম্পাদক হুমায়ুন চৌধুরী, সহ সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।
জানাযায়, স্টেট পাবলিক হেলথ ডিপার্টমেন্টের সহযোগিতায় প্রত্যেক ২ সপ্তাহ অন্তর অন্তর বাকের বর্তমান কার্যালয় ২৭০০ বার্লিন টার্নপাইক, বার্লিনের অফিসে কমিউনিটির সুবিধার্তে করোনা টিকার ব্যবস্তা করা হয়েছে যা অব্যাহত আছে। যারা এখনো টিকা নেননি তারা আগামী কাল ২০ মার্চ রবিবার ২৭০০ বার্লিন টার্নপাইক, বার্লিনে গিয়ে আপনার টিকা বা বোস্টার ডোজ নিতে পারেন।এ টিকা কাযর্ক্রম আরো কয়েক সপ্তাহ অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ