সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আকরাম আলীর মৃত্যুতে নিউইয়র্কে স্মরণসভা

প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২২

সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আকরাম আলীর মৃত্যুতে নিউইয়র্কে স্মরণসভা

তৌফিকুল আম্বিয়া টিপুঃ
সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আকরাম আলীর মৃত্যুতে গত ১৩ মার্চ রোববার নিউইয়র্কে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে অবস্থানরত সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষার্থীরা জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এ সভার আয়োজন করে।


মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি শাহাব উদ্দীনের সভাপতিত্বে এবং কলেজের সাবেক শিক্ষার্থী জগদীশ চৌধুরীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আতিকুর রহমান চৌধুরী, সাবেক জিএস মারুফ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, অধ্যাপিকা হুসনে আরা, কবি শাহীন ইবনে দিলওয়ার, কমিউনিটি এক্টিভিস্ট এমাদ চৌধুরী, শেখ আতিকুল ইসলাম, আব্দুল কাদির, সৈয়দ মামুনুর রশিদ শিপু, সৈয়দ আতিকুর রহমান, মঈন উদ্দিন, আলী হোসেন আরিফ, সৈয়দ মোস্তাক আহমেদ, মাহবুব রহমান, সুবীন পুকোয়স্থ, আব্দুল আহাদ চৌধুরী, আফতাব আলী, মনসুর আলম, মামুন আহমেদ প্রমুখ।
সভায় এ আয়োজনের জন্য অধ্যাপক আকরাম আলীর ছেলে আলী হাছান আরিফ খোকন সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ওলিউর রহমান এবং পবিত্র গীতা পাঠ করেন কাজল ভট্রাচার্য। কবিতা আবৃত্তি করেন শাহীন ইবনে দিলওয়ার ও সৈয়দ মামুনুর রশিদ।
বক্তারা সদ্য প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক আকরাম আলীর বিদেহী আত্মর শান্তি কামনা করে তার বর্ণাঢ্য জীবনের নিানা দিক নিয়ে আলোচনা করেন।
বক্তরা বলেন, অধ্যাপক আকরাম আলী ছিলেন আলোকিত মানুষ গড়ার কারিগর। আদর্শবান ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে ছিলেন সবসময় দেদীপ্যমান।
তারা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী অধ্যাপক আকরাম আলী ছিলেন নীতির প্রশ্নে অবিচল। তাঁর এই চলে যাওয়া সমাজ, দেশ ও জাতির জন্য এক অপূরুনীয় ক্ষতি।

উল্লেখ্য, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আকরাম আলী গত ২৭ ফেব্রুয়ারী ইন্তেকাল করেন (ইন্নালিলাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

এ সংক্রান্ত আরও সংবাদ