নিউ ইয়র্কে জেবিবিএ নতুন কমিটির অভিষেক

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২২

নিউ ইয়র্কে জেবিবিএ নতুন কমিটির অভিষেক

তৌফিকুল আম্বিয়া টিপুঃ 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন’ (জেবিবিএ) একাংশের নতুন কমিটি অভিষেক উৎসব করেছে।
শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে ২০২২-২৪ মেয়াদে নতুন এ কমিটি কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন সংগঠনটির সেক্রেটারি ফাহাদ সোলায়মান।প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের সিনেট নেতা চাক শ্যুমার।

তিনি বলেন, “নিউ ইয়র্ক সিটির ট্যাক্সি ক্যাব ড্রাইভারের বড় একটি অংশ হচ্ছেন বাংলাদেশি। তারা যাতে বেশি উপার্জন করতে পারেন সেজন্য আমি সবসময় সরব থাকি। কারণ, আমার শ্বশুর ক্যাব ড্রাইভার ছিলেন। আমি জানি কতটা কষ্ট করতে হয় ড্রাইভারদের। আমার বাবা ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী, তাকেও সারা জীবন শ্রম দিতে হয়েছে।”

সিনেটর শ্যুমার আরও বলেন, “মহামারীতে বিপর্যস্ত ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াতে আমি পিপিপি (পেচেক প্রটেকশন প্রোগ্রাম) লোন বিল লিখেছি এবং সিনেটে তা পাশ হয়েছে। এ লোন কখনোই ফেরত দিতে হবে না যদি শর্ত অনুযায়ী খরচ করা হয়। আমার ধারণা, বাংলাদেশিরাও সেই অর্থ-সহায়তা পেয়েছেন।”

জেবিবিএ কর্মকর্তাদের শপথ করান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ পিয়ারজেবিবিএ কর্মকর্তাদের শপথ করান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ পিয়ারঅনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ ও জেসিকা গঞ্জালেজ, সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণানন, কমিউনিটি বোর্ড মেম্বার মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, কমিউনিটি বোর্ড মেম্বার আব্দুর রহিম হাওলাদার, মোহাম্মদ আলী ও আহসান হাবিব।

উপস্থিত ছিলেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও জেবিবিএর উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী, সভাপতি হারুন ভূইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনসুর চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলম নমী এবং মোহাম্মদ আজাদ, কোষাধ্যক্ষ সেলিম হারুন, উপদেষ্টা মঈনুল ইসলাম, তৌহিদ শিবলী, সারোয়ারুজ্জামান চৌধুরী ও মীর নিজামুল হক।

তিন ভাগে বিভক্ত জেবিবিএর আরেক অংশের অভিষেক উৎসব হয়েছে মাসখানেক আগে। সেখানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। অপর গ্রুপের অভিষেকের তারিখ এখনও স্থির হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ