এক বছরে যুক্তরাষ্ট্র পুরনো গাড়ীর মূল্য বেড়েছে ৪০ শতাংশ

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২

এক বছরে যুক্তরাষ্ট্র পুরনো গাড়ীর মূল্য বেড়েছে ৪০ শতাংশ

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লেবার ডিপার্টমেন্ট এর তথ্য অনুযায়ী গত এক বছরে যুক্তরাষ্ট্র কমপক্ষে ৩ বছর পুরনো গাড়ীর মূল্য বেড়েছে ৪০ শতাংশ। পুরনো গাড়ীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমান মুদ্রাস্ফীতি বৃদ্ধিতে সহায়ক ভুমিকা পালন করছে বলে অর্থনীতিবিদরা বলছেন।
কোভিড মহামারীর প্রভাবে কম্প্যুটার চিপ উত্পাদন হ্রাস পাওয়ায় সৃষ্ট সঙ্কটের কারণে বাজারে নতুন গাড়ীর সরবরাহ ব্যাপক হারে কমে যাওয়ায় পুরনো গাড়ীর চাহিদা বেড়ে যায়। কবে নাগাদ নতুন গাড়ীর সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তা এখনো নিশ্চিত করে বলাতে অক্ষম গাড়ীর প্রস্তুতকারক কোম্পানীগুলো। তবে যে সমস্ত ডিলার নানা অজুহাতে নতুন গাড়ীর ক্রেতাদের নিকট থেকে বেশী মূল্য আদায় করার চেষ্টা করেছন তাদের কঠোর ভাবে সতর্ক করে দিয়ে বলেছেন অভিযোগ প্রমাণিত হলে ডিলারশীপ বাতিল হতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ