হাতীবান্ধায় ছাত্রদলে যোগ দিলেন পাঁচ শতাধিক জুলাই যোদ্ধা

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

হাতীবান্ধায় ছাত্রদলে যোগ দিলেন পাঁচ শতাধিক জুলাই যোদ্ধা

Manual2 Ad Code

ইউএস বি ডেস্কঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে (ছাত্রদল) যোগ দিয়েছেন।

Manual3 Ad Code

সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগ দেন।
ছাত্রদলে যোগ দেওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবীর আহমেদ বলেন, ‘আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ছাত্রদলে যোগ দিয়েছি।’

হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাই। ছাত্রদের অধিকার আদায়ে আমরা একসঙ্গে কাজ করব।’

Manual7 Ad Code

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেন, ‘দেশে যখন সংকট দেখা দেয়, ছাত্রদলই সর্বপ্রথম তার মোকাবিলা করে। ছাত্রদের অধিকার রক্ষায় ছাত্রদলের ভূমিকা ঐতিহাসিক। বিএনপি সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে।’

Manual8 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান এবং সরকারি আলিমুদ্দিন কলেজের সাবেক সভাপতি রাজিব হোসেন। সুত্র আমার দেশ অনলাইন

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ


Manual1 Ad Code
Manual4 Ad Code