প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪
ঘুরে ঘুরে গ্রাফিতি দেখছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। -সংগৃহীত ছবি
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে ঘুরে ঘুরে তিনি এসব গ্রাফিতি আগ্রহের সঙ্গে দেখেন।
এ-সংক্রান্ত কিছু ছবি পোস্ট করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লেখেন, জুলাই-আগস্টের ছাত্র-অভ্যুত্থানের সময় তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখতে বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, অন্তর্বতী সরকারের তিন উপদেষ্টা – আসিফ নজরুল, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সূত্র: কালবেলা.কম
US BANGLA BARTA is proudly powered by WordPress