সুনামগঞ্জ -সিলেট সড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় ১ জন নিহত

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২

সুনামগঞ্জ -সিলেট সড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় ১ জন নিহত

হুমায়ূন কবীর ফরীদি##

সুনামগঞ্জ -সিলেট মহাসড়কে প্রাইভেটকার দুর্ঘটনায় চালক সুজন(২৮) নামক যুবক নিহত ও ৭ জন যাত্রী আহত হয়েছেন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানাযায়, আজ ১৮ ই জানুয়ারী রোজ মঙ্গলবার সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুতগামী প্রাইভেটকার বিকাল প্রায় ৪ ঘটিকার সময়  সুনামগঞ্জ -সিলেট আঞ্চলিক মহাসড়ক এর শান্তিগঞ্জ উপজেলাধীন পঞ্চগ্রাম পয়েন্ট এলাকায় পৌছা মাত্রই যাত্রীবাহী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খালের পানিতে পড়ে যায়। তখন কারে থাকা যাত্রীদের আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের এর লোকজন তাদের উদ্ধার করলেও কার চালক সুজন মিয়া(২৮) ঘটনাস্থলে মৃত্যু বরন করেন এবং কারের ভিতরে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারী শান্তিগঞ্জ থানার এসআই মোঃ আবু বকর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খালের পানিতে পড়ে যাওয়া কারের চালক ঘটনাস্থলে মৃত্যু বরন করেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। আর গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ