প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করতে গিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এ মামলা করা হয়। মামলায় ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় এসআই মো. আবদুল হান্নান বাদী হয়ে মামলাটি করেন। মামলাটি তদন্ত কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান।
মামলার এজাহারে বলা হয়েছে, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। তাদের কর্মসূচিকে কেন্দ্র করে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। এ সময় তাকে উদ্ধার করতে গেলে রোববার বেলা সাড়ে ৫টার দিকে পুলিশের কর্তব্যকাজে শিক্ষার্থীরা বাধা দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (উত্তর) ডেপুটি কমিশনার আজবাহার আলী শেখ।
US BANGLA BARTA is proudly powered by WordPress