কাতার বিশ্বকাপে মরক্কো’র কাছে ধরাসায়ী বেলজিয়াম

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২

কাতার বিশ্বকাপে  মরক্কো’র কাছে ধরাসায়ী বেলজিয়াম

ইউএস বাংলা বার্তা ডেস্কঃ

বিশ্বকাপের ফেবারিটের তালিকায় যেন ‘শনির দৃষ্টি’ লেগেছে। আর্জেন্টিনা, জার্মানি অপ্রত্যাশিত হারের স্বাদ পেয়েছে। ডেনিসরা এখনও স্বরূপে ফেরেনি। কানাডার বিপক্ষে জিতলেও ফেবারিট তকমা নিয়ে কাতারে পা দেওয়া বেলজিয়াম সেরা দল ছিল না। এবার মরক্কোর বিপক্ষে ২-০ গোলে হারল বেলজিয়াম।

 

এ সংক্রান্ত আরও সংবাদ