প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২
সংবাদদাতা সিলেট থেকেঃ
নারীদের এশিয়া কাপের ১১তম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে পাত্তাই পেলো না মালয়েশিয়া। নিজেদের তৃতীয় ম্যাচে ৮৮ রানে জয় পেলেন নিগার সুলতানারা।
৬ অক্টোবর রোজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১২৯ রান। এর মধ্যে রয়েছে অধিনায়ক নিগার সুলতানার ৫৩ রান ও মুরশিদা খাতুনের ৫৬ রান। বাকিদের মধ্যে ফারজানা হক ১০ রান করলেও বাকিরা ছিলেন এক অঙ্কের ঘরে। তবে ওপেনার শামিমা সুলতানা আউট হয়ে যান শূন্য রানেই।
নিগার সুলতানা ৫৩ রান তুলেছেন ৩৪ রানে। এর মধ্যে আছে ৬টি চার ও ১টি ছক্কার মার। আর মুরশিদার ৫৬ রান এসেছে ৫৪ বলে। এর মধ্যে আছে ৬টি চারের মার।
মালয়েশিয়ার হয়ে সাশা আজমি, মাহিরা ইজ্জাতি ইসমাইল ও উইনিফ্রেড দুরাইসিংগাম নিয়েছেন একটি করে উইকেট।
১৩০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট হাতে নেমে ১৮.৫ ওভার খেলে মাত্র ৪১ রান তুলতে পারে মালয়েশিয়া।
বাংলাদেশের ফারিহা তৃষ্ণা নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। এটি তার অভিষেক ম্যাচ। এছাড়া ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও রুমানা আহমেদ নিয়েছেন ২টি করে উইকেট। সালমা খাতুন পেয়েছেন এক উইকেট।
এর আগে বাংলাদেশ দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছিল।
US BANGLA BARTA is proudly powered by WordPress