প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিএনপির ৩ জনসহ পাঁচ দলীয় জাপা নেতা ১ প্রার্থী হয়েছেন। জেলা পরিষদে সাধারণ সদস্য পদে ৪২ জন প্রার্থীর ৩৬ জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, ৪ জন বিএনপির এবং ১ জন রয়েছেন জাপা নেতা। সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়েছেন ১১ জন।
১নং ওয়ার্ডে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন চন্দন খান, মো. ফৈরদৌসুর রহমান, মো. এনামুল হক। এর মধ্যে চন্দন খান ধর্মপাশা উপজেলার যুবদল নেতা। অন্য দুজন আওয়ামী লীগ নেতা।
৫ নং ওয়ার্ডে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. মিছবাহ উদ্দিন, দ্বিপক তালুকদার, মো. শহিদুল ইসলাম, শাহানা আল আজাদ। শহিদুল ইসলাম বিএনপি সমর্থক, অন্যরা আওয়ামীলীগের।
৭নং ওয়ার্ডে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন টিকেন্দ্র চন্দ্র দাস, ব্রজলাল দাস, বাদল চন্দ্র দাস, মো. জামান চৌধুরী, মো. আলী আমজাদ তালুকদার, আব্দুছ সালাম। আলী আমজাদ তালুকদার শাল্লার আটগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি। অন্যরা আওয়ামী লীগের।
৯ নং ওয়ার্ডে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন রেজাউল আলম, রুকনুজ্জামান, মনিরুজ্জামান বারী, মো. সোহেল মিয়া। সোহেল মিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক। অন্যরা আওয়ামী লীগের।
১০ নং ওয়ার্ডে সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আব্দুল কাদির, জাকির হোসেন শাহীন, মো. মনির উদ্দিন। মনির উদ্দিন জেলা জাপার কার্যনির্বাহী কমিটির সদস্য সচিব। অন্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, বিএনপি বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ গ্রহণ করছে না। প্রার্থী যারা হয়েছেন, তারা তাদের দায়িত্বে হয়েছেন। এ বিষয়ে দলীয় কোন সিদ্ধান্ত দেওয়া হলে, তাদের জানিয়ে দেওয়া হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest