জগন্নাথপুরে শ্রীরামসি গণহত্যা দিবস পালন

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

জগন্নাথপুরে শ্রীরামসি গণহত্যা দিবস পালন

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে শ্রীরামসী গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ আগষ্ট) আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শহীদ স্মৃতি সংসদের আয়োজনে সকালে শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে স্থাপিত স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে শহীদ স্মৃতি সংসদের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কবি, লেখক ও গবেষক ড. জফির সেতু, শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ হাজের আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি বাবুল মিয়া, নূর মোহাম্মদ জুয়েল, সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম সহ আরো অনেকেই। সভার শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন শহীদ স্মৃতি সংসদের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ স্মৃতি সংসদ সদস্য বৃন্দ ও শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার জন সাধারন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ