প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২
মোঃ মুকিম উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
জেলা তথ্য অফিস সুনামগঞ্জের আয়োজনে ইমামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট বুধবার সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার ইমামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম ভিশন ২০১৪ এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরনের লক্ষ্যে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জীবন কৃষ্ণ রায়ের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিস এর উপপরিচালক (রুঃদাঃ) মোঃ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় উক্ত মহিলা সমাবেশে
বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সেলিম খান, ওয়ানস্টপ ক্রাইসিস সেল এর প্রোগ্রাম অফিসার শাহনাজ মঞ্জুর, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি,প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি এবং অবিভাবক প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য অর্জন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ,সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা, নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ,নারী শিক্ষা,গুজব,অপপ্রচার,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ,বাল্যবিবাহ,যৌতুক,শিশুর যত্ন,তথ্য অধিকার, মাদক বিরোধী সচেতনতামূলক বিষয়ে বক্তব্য প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের প্রায় দু শতাধিক মহিলারা অংশগ্রহন করেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest