প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২
স্টাফ রিপোর্টার ##
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শান্তিগঞ্জে ছাত্রলীগ এর আয়োজনে শোক র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের আয়োজনে আজ ৩১ শে আগষ্ট রোজ বুধবার দুপুরে এক বিশাল শোক র্যালী শান্তিগঞ্জ এর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এর হিজল বাড়ীস্থ আরফান আলী বৈঠক খানায় আলোচনা সভায় মিলিত হয়। শান্তিগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল দাস এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব মোঃ হাসনাত হোসাইন।
স্বাগত বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাঈম আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ-সভাপতি হাজী তহুর আলী, সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিলন আহমদ, নিতাই দাস, সুদিপ কুমার দাস, মাহবুবুর রহমান, সোহাগ আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক ফখরুল ইসলাম ফাহিম ও সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া প্রমূখ।
এসময় উপজেলা ছাত্রলীগ সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ।
পরিশেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট শাহাদাৎ বরনকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest