সুনামগঞ্জে ৬ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় আবাসিক গ্রাহকদের

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২২

সুনামগঞ্জে ৬ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় আবাসিক গ্রাহকদের

 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জে ঝড়ে জালালাবাদ গ্যাস সরবরাহ কেন্দ্রের উপর গাছ ভেঙে পড়ায় গ্যাস লাইনে ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে ৬ঘন্টা। এতে সুনামগঞ্জে সাড়ে ৪ হাজার আবাসিক গ্রাহকরা ভোগান্তিতে পড়েন।

সুনামগঞ্জে দায়িত্বরত জালালাবাদ গ্যাস অফির ম্যানেজার শফিকুল হক জানিয়েছেন গ্যাস সরবরাহ কেন্দ্রের রেগুলেটর এর উপরে ঝড়ে গাছ ভেঙে পড়ায় মিটারগুলো ভেঙে যায়। গাছ সরানোর কাজ চলছে। সাথে সাথে আমরা বিষয়টি উধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে সিলেট থেকে দুটি মেরামতকারী দল এসে পৌছায়। তখন তারা বিকল্প লাইনে গ্যাস চালু করে দেন। সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সরবরাহ করা যায়নি।

জালালাবাদ গ্যাসের সিলেট বিভাগের ডিজিএম এ কে এম আজাদ বলেন, রাতে দুর্ঘটনার খবর পেয়ে  নিরাপত্তার জন্য সাময়িক সময়ের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের লোকজন ভোরে এসে কাজ শুরু করায় বিকল্প লাইনের মাধ্যমে আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ করে দিয়েছি। বিকল্প লাইনে সিএনজিগুলোকে গ্যাস সরবরাহ করা যায়নি। গ্যাস পাম্প গুলোকে গ্যাস সরবরাহ করে দিলে লাইনে আবার ত্রুটি দেখা দিতে পারে। তাছাড়া আাবাসিক গ্রাহকরা গ্যাস কম পাবে যার ফলে গ্যাস পাম্প গুলোকে গ্যাস সরবরাহ করে দেওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ