প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২২
স্টাফ রিপোর্টারঃ-
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধমীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমি সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ব্যপক উৎসাহ উদ্দীপনা ও ধমীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে সার্বজনীন জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের উদ্যাগে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার পালিত হয়েছে। সকালে জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়ায় উৎসব পতাকা উত্তোলন ও সমবেত গীতা পারায়নের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
সকাল সাড়ে ১০ টায় বনাঢ্য শোভাযাত্রার উদ্বোধনের প্রাক্কালে এক আলোচনাসভা সার্বজনীন জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক হীরা মোহন দেব এর সভাপতিত্বে ও শশী কান্ত গোপের পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম,সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) সার্কেল) সুভাশীষ ধর, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সুশংকর পাল,উপ পরিদর্শক অলক দাশ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতা বিভাস দে,দেবাশীষ তালুকদার, কাউন্সিলর কৃষ্ণ চন্দ অরূপ সরকার, কল্যান কান্তি রায় সানী সাংবাদিক গোবিন্দ দে প্রমুখ।
.পরে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসুদেব মন্দির, কালি মন্দির পরিদর্শন করে কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়। পরে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest