জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনার ভাঙ্গনের কবলে, সংস্কার প্রয়োজন

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২২

জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনার ভাঙ্গনের কবলে, সংস্কার প্রয়োজন

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনার এর মূলবেদীর  একাংশের মাঠি ধ্বসে পড়েছে। যেকোনো মুহুর্তে বেদীটি পুকুরের জলে নিমজ্জিত হয়ে পড়বে। দ্রুত সংস্কার কাজ প্রয়োজন।

আজ ৪ ঠা আগষ্ট রোজ বৃহস্পতিবার বিকাল প্রায় তিন ঘটিকার সময় সরেজমিনে দেখা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ ডাকবাংলোর পশ্চিম দিকে অবস্থিত জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনার এর উত্তর পার্শ্বে শহীদ মিনার ঘেঁষে পুকুর রয়েছে। আর এই পুকুরে শহীদ মিনার এর উত্তর পার্শ্বের মাটি পুকুরে ধ্বসে পড়েছে শহীদ মিনার হেলে পড়ার পাশা-পাশি মূল বেদীতে ফাটল দেখা দিয়েছে। দ্রুত ধ্বসে পড়া অংশে মাটি ভরাট করা না হলে ও গার্ড ওয়াল দেওয়া না হলে এবং বেদীর ফাটল সংস্কার না করলে যেকোনো মুহূর্তে শহীদ মিনারটি পুকুরের জলে নিমজ্জিত হয়ে যেতে পারে। বিদায় দ্রুত শহীদ মিনারটি সংস্কার জন্য জোর দাবী জানানো হয়েছে।

এ ব্যাপারে বিকাশ বাবু, আবুল কালাম, শহীদ, সানুর আলী ও রজব আলী একান্ত আলাপকালে বলেন, আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারটি ভাঙ্গনের কবলে পড়েছে। তিন/চার দিন ধরে ক্রমান্বয়ে  শহীদ মিনার এর পাশ ভেঙে আজ মূল বেদীতে ভাঙ্গন শুরু হওয়ার পাশাপাশি ফাটল দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে পুকুরের জলে নিমজ্জিত হয়ে পড়বে। বিধায় ভাষা শহীদদের স্মরণ সহ দেশ মাতৃকার স্মরণে বিভিন্ন কর্মসূচি পালনস্থল এই কেন্দ্রীয় শহীদ মিনারটি দ্রুততার সহিত সংস্কার করা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ