প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশের নড়াইলে দুই শতাধিক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা,অগ্নিসংযোগসহ কয়েকজন শিক্ষককে জুতার মালা দিয়ে পিঠিয়ে হত্যা সহ ৫ দফা দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ ই জুলাই রোজ শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিণার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এসে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক ঘোষের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড.বিশ্বজিৎ চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এড. বিমান কান্তি রায়,সাধারন সম্পাদক বিমল বণিক,সাংগঠনিক সম্পাদক এড. গৌরাঙ্গ পদ দাস, বিপ্রেশ রায় বাপ্পি,স্বপন কুমার দাস,সন্তোষ রায় সন্তো,সুবব্রত বসু,পরিমল কান্তি তালুকদার,প্রসেজিৎ নন্দী,প্রদীপ বণিক,নিতাই চন্দ,জ্যোতিভূষন তালুকদার ঝন্টু,মনমোহন চন্দ,প্রেমানন্দ দাস,শান্তিগঞ্জের সিতাংশু শেখর ধর,জযন্ত ব্যানার্জী,অজয় কুমার দেব,জয়ন্ত তালুকদার পুণ্টন,নান্টু দাস,চমক সেন চপল ও সমীরণ দাস প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচর্নী তাদের দলের ইশতেহারে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন,বৈষম্য বিলোপ আইন প্রণয়ন,অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন দ্রুত বাস্তবায়ন,পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন,সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষনের জন্য প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দীর্ঘ ৪ বছরের বেশী সময় অতিবাহিত হলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। অবিলস্বে এই পাঁচ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী জানান। পাশাপাশি দেশের নড়াইলে সম্প্রতি শিক্ষকের গলায় জুতার মালা দেয়া এবং হত্যাকান্ডসহ দুই শতাধিক হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদানের ও দাবী জানানো হয়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest