মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২২

মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

হুমায়ূন কবীর ফরীদি ##

২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পুষ্পস্তবক অর্পণ ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ২৬ শে মার্চ রোজ শনিবার সকালে বিদ্যালয় এর শ্রেনী কক্ষে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুস শহীদ এর সভাপতিত্বে ও শিক্ষক মোঃ সাব্বির আহমদ এর পরিচালনায় ” বিজয় থেকে অর্জন ” শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় বক্তব্য রাখেন, মোঃ আমীর উদ্দিন, আব্দুল খালিক, আঙ্গুর মিয়া, সোহেল মিয়া, শিক্ষিকা ফাতেমা জাহান, ফাহমিদা বেগম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এর আগে  স্বাধীনতা যোদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটি সংশ্লিষ্টগণ, শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ