প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২২
সিলেট প্রতিনিধিঃ সিলেটে অবস্থানরত আফগানিস্তান ক্রিকেট টিমে হানা দিয়েছে প্রাণঘাতি ভাইরাস করোনা। দলের ২৩ জনের মধ্যে ১১ জনের শরীরেই মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। পজিটিভ হওয়া ১১ জনের মধ্যে ৮ জন হলেন ক্রিকেটার, বাকি ৩ জন টিম স্টাফ। তবে পজিটিভ শনাক্ত হওয়া কারও শরীরে তেমন কোনো উপসর্গ নেই করোনার।
আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই বাংলাদেশে চলে এসেছিলো আফগানিস্তান ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) অনুশীলনও করেছে তারা। সিলেটে ১৯ তারিখ পর্যন্ত কন্ডিশনিং ক্যাম্প করে চট্টগ্রাম চলে যাবে সফররত আফগানিস্তান টিম। কিন্তু এর মাঝেই এলো করোনার ঝড়। এদিকে, প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়া সদস্যদের আইসোলেশনে রেখে বাকিরা আজও অনুশীলন করেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে আফগানিস্তানের বাংলাদেশ সফরটি শুরু হবে আনুষ্ঠানিকভাবে। এর আগ পর্যন্ত নিজেদের ব্যবস্থাপনায় অনুশীলন করছে আফগানরা। এখন রয়েছেন সিলেটে। এবারের সফরে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and Developed by Web Nest