জগন্নাথপুরে মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

জগন্নাথপুরে মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জান্নাতুল ফেরদৌসী আরিফা,স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ৫ম শ্রেণীর উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণা উপলক্ষে অত্র বিদ্যালয়ের আয়োজনে ২৮ শে ডিসেম্বর রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফিকুজ্জামান এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ সাব্বির আহমেদ এর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, শিক্ষানুরাগী জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু ও জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি।
আলোচনা পর্ব শেষে ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ ও বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাব্বির আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন,  মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সোহাগ জামান, ফাতেমা জাহান, মমতা রানী দাস, বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষার্থী বৃন্দের অভিভাবক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ