সিলেটের ৩টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

সিলেটের ৩টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

অতিথি প্রতিবেদকঃ
সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৩টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।
২২শে ডিসেম্বর রোজ সোমবার ওই তিন প্রার্থীকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা হলেন, সিলেট-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ আসনে দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক ও সিলেট-৪ আসনে জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ডালিম।

এ সংক্রান্ত আরও সংবাদ