জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যুবলীগ নেতা “দিদার” গ্রেপ্তার

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫

জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যুবলীগ নেতা  “দিদার” গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি##

জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যুবলীগ নেতা তাজ (৪২)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আদালত ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার ওসি তদন্ত মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম সহ একদল পুলিশ ১৯ শে ডিসেম্বর দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত আলমপুর গ্রাম নিবাসী মৃত মানিক মিয়ার ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জগন্নাথপুর উপজেলা শাখার সহ সম্পাদক জগন্নাথপুর থানার মামলা নং- ১২, তারিখ- ১৯/১১/২০২৪ ইং,ধারা- ১৪৩/ ৪৪৮/ ৪২৭/ ৪৩৬/ ৩৮০/ ১১৪ পেনাল কোড এর তদন্তে সন্দিগ্ধ আসামী দিলদার আহমদ (৪২) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে ২০ শে ডিসেম্বর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ