সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দরিদ্র ও পথশিশুদের স্কুল ” স্বপ্নজয়ী পঠশাল”কে উপজেলা প্রশাসন কর্তৃক ১০সেট উঁচু-নিচু বেঞ্চ সরবরাহ, অভিভাবকদের শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান ও শুকনো খাবার বিতরণ উপলক্ষে ২৭শে ডিসেম্বর রোজ শনিবার সকাল ১১ঘটহকার সময় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন ও জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরূপ রায় সরকার প্রমূখ।
আলোচনা পর্ব শেষে স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষকদের কাছে উঁচু-নিচু ১০ সেট বেঞ্চ হস্তান্তর করার পাশা-পাশি মানবিক সহায়তা হিসেবে এই পাঠশালার অভিভাবকদের মাঝে শুকনো খাবার এর প্যাকেট ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
এসময় স্বপ্নজয়ী পাঠশালার শিক্ষক, শিক্ষার্থী ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।