ছাতকের শীতল ছায়া একাডেমী’র পাঁচজন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

ছাতকের শীতল ছায়া একাডেমী’র পাঁচজন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ

হুমায়ূন কবীর ফরীদি ##

বিভিন্ন বোর্ডের মেধাবৃত্তি পরীক্ষায় ছাতকের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শীতল ছায়া একাডেমী’র পাঁচজন শিক্ষার্থী কৃতিত্বের সহিত মেধাবৃত্তি লাভ করেছে।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সম্প্রতি বিভিন্ন বোর্ডে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ ইং অনুষ্ঠিত হয়ছে। এতে আব্দুর রহমান-হাসিনা বানু বৃত্তি বোর্ড, সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধাবৃত্তি ও মরহুম মাওলানা আজমল আলী স্মৃতি বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে ছাতক উপজেলার ভাতগাঁও গ্রাম নিবাসী রাজু মিয়ার মেয়ে এই উপজেলাধীন পরগণা বাজারস্থ(জিয়াপুর) স্বনামধন্য বিদ্যাপীঠ শীতল ছায়া একাডেমী’ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার ১ম গ্রেড, মরহুম আছিয়া বেগম চৌধুরী স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি ও আব্দুর রহমান-হাসিনা বানু কল্যাণ ট্রাস্ট জিয়াপুর”এর ব্যবস্থাপনায় আব্দুর রহমান-হাসিনা বানু বৃত্তি বোর্ড-২০২৫ ইং পরীক্ষায় অংশ গ্রহন করে এই উপজেলার গাগলাজুর গ্রাম নিবাসী জহিরুল ইসলাম এর মেয়ে শীতল ছায়া একাডেমী’র পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী জাকিয়া বেগম ২য় গ্রেড এবং আব্দুর রহমান-হাসিনা বানু কল্যাণ ট্রাস্ট জিয়াপুর”এর ব্যবস্থাপনায় আব্দুর রহমান-হাসিনা বানু বৃত্তি বোর্ড-২০২৫ ইং পরীক্ষায় অংশ গ্রহন করে এই উপজেলার ভাতগাঁও গ্রাম নিবাসী আক্তার হোসেন এর ছেলে শীতল ছায়া একাডেমী‘র পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী তাওহিদ ওয়াদুদ মুসা ৫ম, গাগলাজুর গ্রাম নিবাসী বাবরু মিয়ার মেয়ে শীতল ছায়া একাডেমী’র পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ছানিয়া বেগম ৯ম ও জামলাবাজ গ্রাম নিবাসী মইনুল হোসেন এর ছেলে
শীতল ছায়া একাডেমী’র পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী মার্জান হুসেন১০ম স্থান অধিকার করে বৃত্তি লাভ করেছে। তাঁদের এই কৃতিত্বে শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ শীতল ছায়া একাডেমী’র শিক্ষক বৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে শীতল ছায়া একাডেমী’র পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক এম এ বারেক লয়লুছ মুঠোফোনে একান্ত আলাপকালে বলেন, শিক্ষা ও স্বাস্থ্য সহ আর্তমানবতার সেবায় কাজ করা আমার নেশা। তাই দেশমাতৃকার কল্যাণে কাজ করার লক্ষ্যে শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে “শীতল ছায়া একাডেমী” নামক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছে। আশাবাদী এই শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা মানব কল্যাণে কাজ করে যাবে। সম্প্রতি বিভিন্ন বোর্ডের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে এই প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা বৃত্তি লাভ করেছে। যাদের অক্লান্ত পরিশ্রম আর সহানুভূতিতে শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছে এবং করবে অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ